স্রোতস্বিনী নদীর মতো
বয়ে যাচ্ছে রক্তের স্রোত । নিরন্তর ...
যে স্রোতের নিচে ঘুরছে―
হিংসার হাঙর। অন্যায়ের অক্টোপাস ।
কুচক্রের কুমির । জুগুপ্সার জেলিফিশ ।
উপরে একটা দীর্ঘশ্বাসের আধপোড়া
কাঠ আঁকড়ে ভাসছে ক্ষতবিক্ষত মূল্যবোধ।
খুঁজছে সুসভ্যতার তটভূমি ।
যেখানে মজুত আছে মানবতার রোদ ।