জানিনা! কত পরিমাণ কান্না
মুক্তির অক্ষর হয়ে নৃশংসতার দু-পা ছুঁলে
মঞ্জুর হয় বাঁচার আবেদন ।
জানিনা! কত লাশ মাটির পেটে পোঁতা হলে
ক্ষমতারা টানে তার সীমানা। কিংবা
কত হাহাকার একজোট হলে
অঙ্কুরিত হয় সহানুভূতির বীজ ।
তবে আমি যতবার
ইতিহাস বইয়ের পৃষ্ঠা উল্টেছি
বুকের ভেতর জাগ্রত হয়েছে
একটা রক্তের নদী।
যে নদী বয়ে চলছে ভবিষ্যতের দিকে...
@@@@