রাজা নেই ! নোনা ধরা পলেস্তারা ওঠা
      খাঁ খাঁ রাজবাড়ি ।  
একপাশে ধ্বসে পড়া পাঁচিলের পাঁজরে বেয়ে
নেমে গেছে বটের শেকড় জলের সন্ধানে ।
দালানের ডানদিকে-  
বৃদ্ধ সন্ন্যাসীর মতো একটা প্রাচীন বকুল গাছ !
কোটরের ফাঁক দিয়ে দেখা যায় পেঁচার শরীর ।
সামনে লোহার চেন দিয়ে ব্যারিকেটের মতো  
ঘিরে রাখা একটা অকেজো কামান ।
  
নিজেই নিজেকে প্রশ্ন করি-  
কতদিন রাজত্ব করেছিলেন এখানকার রাজা?  
কতদিনে গড়ে উঠেছিলো এই প্রাসাদ ?
কেমন ছিলেন তিনি ?
দাম্ভিক না কী মানব-হিতৈষী ?

এমন সব প্রশ্ন করতে করতে    
যখন চোখ পড়ে-  রংচটা দেওয়াল জুড়ে
পোকা মাকড় ধরে ধরে খাওয়ার টিকটিকির উপর ।  

আমি উত্তর পেয়ে যাই যেন সকল প্রশ্নের ।