উত্তরপত্রে
অঙ্কটা সুন্দর হলো।
সহযোগিতা পেয়ে সঠিক হলো।
পেলো যথাযথ সাফল্যের মান।

অথচ রাফ পেজ
ক্ষতবিক্ষত বুকে হিসেবের কাটাকুটি নিয়ে
পড়ে থাকে দৃষ্টির আড়ালে।

বহন করে চলে অবহেলিত জীবনের ইতিহাস।

         @@@@@@@


প্রকাশিত পত্রিকা- রঘুবংশ (শারদীয়া ২০১৯)