জোনাকিদের জলসায়
অতিথি বাতাসের মতো আজ কোনও
গান গাওয়ার সুখ নয় ।

মেঘের ঢাল বেয়ে নামা
জোছনাপ্রপাতে মাথা ভিজিয়ে নেওয়া
গাছের মতো কোনও খুশি নয় ।

কিংবা আকাশের সাম্রাজ্যে
বিদ্যায়মান লক্ষ্মীপেঁচার ডানার মতো
শুভ্র চাঁদের কোনও হাসিও নয় ।

একথালা গরম ভাত-ই আমাদের পূর্ণিমা ।

✍️০৭.০৫.২০২০