কেটে ছেঁটে ছাড়িয়ে চিবিয়ে
কেউ বা মাড়াই করে পাঁজর থেকে
রস শুষে নেবার পর, দেখি ―
পড়ে আছে
আঁখের ছোবড়ার মতো গণতন্ত্র ।

বুর্জোয়া রোদে শুকিয়ে
কেউ কেউ আবার নিয়ে যাচ্ছে
পুঁজিবাদের উনুনের দিকে ।

অপেক্ষা শুধু এই ―
ওদের পথে একটা প্রতিবাদ
ফুটে উঠবে লাল কৃষ্ণচূড়া হয়ে ।

✍️০১.০৫.২০২০