তোমরা শুধু রক্ত চেনো রক্ত বোঝো
রক্তেই করতে চাও স্নান ।
আমার দেশ স্বস্তি চেনে শান্তি বোঝে
এক হয়ে যায় তাই আরতি আজান।
তোমারা শুধু দখল জানো । জানো
বোমা বারুদ বুলেটের ঝনঝন ।
আমার দেশ প্রতিরোধ জানে
জওয়ানরা ঘুরে দাঁড়ায় বীরের মতন ।
তোমরা আজও বুকে হিংসা পোষও
চোখে জড়িয়ে রাখো হিংস্র লোভ ।
জেনো― শান্তির নামে শয়তানি এলেই
জেগে ওঠে এ দেশের বুকেও ক্ষোভ ।
অতর্কিত হামলা অতর্কিত গুলি
না হয় কেড়ে নিলো চল্লিশটি তাজা প্রাণ ।
মনে রেখো― এ দেশের প্রতিটি নাগরিক
আসলেই এক একটা জওয়ান ।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা থাক আজ
এসো হৃদয়ে পরে নিই দেশভক্তির জামা ।
রক্ত দিয়ে আরও শক্ত করি বোধ
না যেন ঘটে আর কখনো পুলওয়ামা ।