চারিপাশে এখন ইচ্ছে খুশি উড়ছে
রামধনু রাঙা প্রজাপতির ঝাঁক ।
ফুটছে রঙ-বেরঙের বাগান ভর্তি ফুল ।
কোকিলের স্বরে প্রাণ পাওয়া বসন্ত লিখছে
নতুন জীবনের গাঁথা। আকাশের সব তারারা
হাতে হাত রেখে গড়ছে যেন আলোর তাজমহল ।
বুকের আধমরা নদীগুলোও আবার যেন পেল
জোয়ারের টান। ভাসালো স্বপ্নের সাম্পান।
আসলে চোখে চোখ রেখে এই প্রথম হাসলে তুমি।
জানালে― হৃদয় ঝিনুকে বন্দি রাখা মুক্তো কথা।