আরো কিছুটা উষ্ণতা সেলাই করো তুমি
আজ এ শরীর জুড়ে । আরো কিছু―
সাবালক স্বপ্ন পোতো এ দু'চোখ ঘিরে।
রক্তের ভেতর জাগাও সাগরের উচ্ছাস।
মনে দাও মধ্যাহ্নের স্পর্শ।
আমাদের সম্পর্কের মাটিতে
ভালোবাসা দাঁড়াক আজ একটা গাছ হয়ে।
খাঁ খাঁ রোদ মাথায় নিয়ে
ঝড়-ঝঞ্ঝা বুকে নিয়ে
মেলে দিক চারিপাশে সুখের ডালপালা।
শুষে নিক― সব দুঃখের কার্বন-ডাই-অক্সাইড।
আর আমাদের হৃদয়ের পৃষ্ঠা জুড়ে
প্রেম দিয়ে লেখা হোক ভালো থাকার মন্ত্র।