আঙুলে আঙুল জড়িয়ে
অনেকটা সময় একসাথে মেলায় ঘোরার পর,
ফোয়ারার কাছে এসে দাঁড়ালাম যখন ―
তুমি সেলফি তুলতে চাইলে।
কাঁধের উপর হাত রেখে
ক্যমেরা উঁচিয়ে বললে - স্মাইল ।
আমি সেই প্রথম তোমার মোবাইল স্কিনে
ভেসে ওঠা আমাদের কাছাকাছি থাকার
ছবি দেখতে পেলাম । হাসি মুখ দেখতে পেলাম।
দেখতে পেলাম ―রঙিন ভালোবাসার ঘনতা।
তুমি সেলফি তোলার পর
মেলার অনুষ্ঠান মঞ্চের দিকে পা বাড়াতে চাইলে।
মঞ্চে তখন গান গাইছে- 'পলক মচ্ছল',
―'মেরি আশিকি অব তুম হি হো।'
আর ঠিক তখনই খুশিগুলো
আতশবাজির মতো সারা হৃদয়াকাশ আলো করে
বুকে খোদাই করছে যেন প্রেমের নক্ষত্র।
যে নক্ষত্রের মৃত্যু নেই, কোনোদিন ...