নির্বাক চলচিত্রের মতো
এভাবে আর কতক্ষণ নীরব থাকবে তুমি?
আর কতক্ষণ এভাবে মেঘলা আকাশের মতো
আওড়াবে আনমনে অভিমানের নামতা ?
শোনো,
এবার একটু বৃষ্টি হও ।
সাতরাঙা রামধনু হও ।
নয় তো― শীতের কুমারী রোদ্দুর হও ।

ভরিয়ে দাও এ বুক।
শিরায়-শিরায় হেঁটে বেড়াক উষ্ণতার সুখ ।
আর গড়ে উঠুক সূর্যের মতন
আমাদের একটা ভালোবাসার সাম্রাজ্য।