তোমায় একটা কথা বলতে চেয়ে ―
কতবার যে ম্যাসেজ টাইপ করার পর,
স্লেটের অক্ষরের মতো
তা মুছে দিয়েছি ব্যাকস্পেস চেপে।
সে আমার ঈশ্বর জানেন।
তোমার ও চোখে চোখ পড়লেই―
কতবার যে খুশিতে ভিজে
কল্পনার হাত ধরে পাড়ি দিয়েছি
চাঁদের দেশে তোমায় নিয়ে।
সে আমার ঈশ্বর জানেন।
কিংবা তোমার সাথে দেখা হবার আশায়―
কতবার যে ট্রেন-বাস-ট্রাম পেরিয়ে
দীপ্ত ঘোরে ছুটে গেছি
তোমার কলেজ গেটে।
সে আমার ঈশ্বর জানেন।
শুধু তুমিই এখনো জানলে না―
ভালোবাসা কাকে বলে।
প্রেম কেমন মাথা দোলায় পাইন গাছের মতন।