বর্ষার প্রথম বৃষ্টির মতো যেদিন তুমি
এসেছিলে কাছে। হৃদয়ের শুকনো মাঠে
অঙ্কুরিত হল ভালোবাসার বীজ
আনকোরা সুখে ভিজে।
এক ঝাঁক ইচ্ছেপাখি একসাথে
গেয়ে উঠলো গান। বাঁধতে চাইলো―
তারা তোমার বুকেই বাসা।
পড়তে চাইলো― তোমার চোখের ভাষা।
তবে তুমি এখনো ধবধবে উজ্জ্বল
পূর্ণিমার চাঁদের মতো হেসে যাও শুধুই ।
কিছুতেই, ধরা দাও না ।
উড়তে থাকো হলুদ প্রজাপতির মতো
চোখের আঙিনায় সারাক্ষণ।
কী জানিনা কী আছে ভবিতব্যে । তবু
আমার প্রেমের এক্সপ্রেস ছুটে চলে
তোমারই হৃদয় গন্তব্যে।