গণতন্ত্রের গলায় হায়নার মতো
কামড় দেবার পর-
একে একে উধাও হচ্ছে -
রক্ত ! মাংস ! প্রাণ !
নিশ্চিন্ততার রোদে দিব্যি জিরচ্ছে
কাক-কুকুর-কুমির ।
এদিকে হৃদয় থেকে হৃদয়ে
মূল্যবোধের মড়ক । বোধের খুপরিতে
মৃত প্রতিবাদের ওম ।
'সভ্যতার হাড়' মুখে নিয়ে
ছুটতে থাকা শেয়াল তবু-
বুকের মাটি খুঁড়ে রেখে যায় প্রতিশ্রুতি।
প্রলোভনের স্রোতে
গা ভাসায় আবারও কচুরিপানার জীবন ।