প্রতিশ্রুতির পিউপা ভেঙে
নতুন আলোর গন্ধ শুঁকে যেদিন তুমি  
ঝলমলে আকাশের দিকে পাড়ি দিলে নির্দ্বিধায় ।
আমি সম্পর্কের সিঁড়িতে প্রথম
কুড়িয়ে পেলাম একটা প্রতারণার পালক।

চোখে জাগলো জলপ্রপাত ।  
ডাব খোলার মতো শুকালো সুখ ।    
মাকড়শার মতো নীরবতার জাল বুনলো
নিঃসঙ্গতা । যন্ত্রণার জংশন থেকে
মনখারাপের ধোঁয়া উড়িয়ে চারিপাশে পাড়ি
দিল হতাশার ট্রেন ।  

তবুও
মৃগতৃষ্ণিকার মতো তোমার অস্তিত্ব
আজও হৃদয়ের রিখটার স্কেলে
আবেগের মাত্র বাড়ায়।

গাছ হয়ে দাঁড়িয়ে থাকে ভালোবাসা।
কোনদিন হয়তো বাসা বাঁধবে পাখি,  
পাপড়িতে পাপড়িতে প্রজাপতি রাখবে
সুখের স্বাক্ষর ।