প্ৰথম দিন বিড়ালটা ঝাঁপ দিয়ে
শিকে থেকে ফেলে খেল― দুধ ।
দ্বিতীয় দিন― মাছ
তৃতীয় দিনও একই ভাবে ঝাঁপ দিয়ে
ফেলে খেল― ভাত ।
না, তবু কিছু বললাম না
কোনও ব্যবস্থাও নিলাম না ।
এলাকার বিড়াল তো
তাই বাধ্য হয়েই ছাড় দিলাম ।
যেমন করে হুলো বিড়ালদের কর ছাড় দেয় রাষ্ট্র ।
✍️০৪.০৫.২০২০