তুমিও বোঝো, আমিও বুঝি― সব।
মাঝে শুধু মৃত হয়েছে রঙিন অনুভব ।
তুমিও খোঁজো, আমিও খুঁজি―মন
দুঃখ শুধু দূরে সরেছে আমাদের জীবন।
তুমিও কাঁদো আমিও কাঁদি― রাতে
চাইলেও থাকেনা অনেক কিছু সবার বরাতে ।
তুমিও চাও আমিও চাই ― প্রীতি
মাঝে শুধু না পাওয়ার ঢেউ ভেসে উঠে স্মৃতি ।
তুমিও গাও আমিও গাই― গান
সব বাধা এড়িয়ে তবু বেঁচে থাকে প্রাণের টান ।