এক কোপে কেটে ফেলা অর্থহীন অন্ধকারের জঙ্গল
এক লাফে পেরিয়ে যাওয়া অপমানের গিরিখাত
এক নিঃশ্বাসে মাড়িয়ে যাওয়া কষ্টের ধু ধু মরুভূমি
ওসব কিছুই না, তুচ্ছ ।
আসলে প্রেমে পড়লে ডিনামাইট হয়ে যায় মন
ভয়-ডরের পাহাড় চূর্ণ-বিচূর্ণ করে
গড়ে নেয় সে তার নিজস্ব রাস্তা ।
সাহসিকতার ঘোড়ায় চেপে এগিয়ে যায়
রাজপুত্রের মতো ....