যে ছেলেটি প্রায় দশমাস হলো
কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়ে আছে
ধিকিধিকি করে জ্বলা সলতের মতো,
পায়নি বহুদিন রোদের পরশ টুকুও
তুমি তার বাড়িতে যেও পয়লা বৈশাখ।
যে মহিলাটি তার ছোট্ট বাচ্চাকে
পিঠে বেঁধে পিচের রাস্তা নির্মাণে
পাথর বিছায় দু'মুঠো ভাতের জন্য
তুমি তার বাড়িতে যেও পয়লা বৈশাখ।
যে বৃদ্ধাটি দিনের পর দিন
ওভারব্রিজের নীচে রাত কাটায় কষ্টে
মলিন বস্ত্রে বুকে অনাহারের আগুন নিয়ে
তুমি তার কাছে যেও পয়লা বৈশাখ।
যে মেয়েটি বহুদিন স্কুল ছুট হয়ে
রাগী রোদের চোখ রাঙানি সহ্য করে
দু'টুকরো রুটির জন্য ঘামে ভিজে
ফোস্কা পড়া পায়ে কাজ করে ইঁটভাটায়
তুমি তার কাছে যেও পয়লা বৈশাখ।
নতুন করে ওদের
ভরসা দাও প্রাণ দাও প্রেরণা দাও
পারলে বাজাও শান্তির শাঁখ।