চোখের পাতায় স্বপ্ন রঙিন
ভালোবাসার উত্তাপ খোঁজে হৃদয় ।
এক চিলতে সিঁদুর চিনুক সিঁথি
সুসম্পন্ন হোক শুভ পরিণয় ।

হাতের উপর হাত থাকুক
অটুট থাকুক দুটি হৃদয়ের বন্ধন ।
বিশ্বাসের নিশ্বাস নিয়েই তো ―
সাজিয়ে নিতে হয় নতুন জীবন ।

শুভদৃষ্টি অগ্নিসাক্ষী সাতপাক
একের পর এক সুন্দর রীতিনীতি ।
পূর্ণিমা রাতের জ্যোৎস্নার মতো
প্রাণে থাক প্রিয়জনের উপস্থিতি ।

চারিপাশ আজ আলোয় ভরাট
প্রজাপতি হয়ে উড়ছে শুভেচ্ছারা ।
মনের আকাশ থাক মেঘমুক্ত
বিরাজ করুক সুখের শুকতারা ।

একটা নতুন পথ নতুন পথিক
সাথে নতুন ঠিকানা নতুন পরিচয় ।
ভালোবাসার কাঁধে মাথা রাখুক ভরসা
সুসম্পন্ন হোক শুভ পরিণয় ।

   ✍️২০/১১/২০১৯