কালো মেঘের ডানায় জলের পালক
অল্প হাওয়ায় খসে পড়ছে টুপটাপ,
এখনো বিকেল হলে মনে পড়ে তোকে
রেলিং ধরে দাঁড়িয়ে থাকে মনখারাপ।
অন্ধের মতো ভালোবাসি তোকেই
তুই ভেজালি অন্য কোনও সাগরে পা,
দীর্ঘশ্বাসের ফানুস উড়ছে শূন্য বুকে
ঝরে গেছে সব স্বপ্নের গোলাপ চাঁপা ।
দূরত্ব বাড়লে হয়তো অধিকার কমে
একটু একটু ওজন বাড়ে অপেক্ষার,
কিছু নদী চিরকাল মরুভূমিতে হারায়
দেখা পায় না তো কখনো মোহনার ।
না পাওয়াতে আক্ষেপ নেই কোনও
তোর ঠোঁটে থাক শঙ্খশুভ্র হাসি
এ জন্মে নাইবা হলো একসাথে হাঁটা
পরের জন্মে ঠিক হাঁটব পাশাপাশি ।