শিরে কাঁটা গাঁথা টোপের পুঁটি মাছের মতো
যন্ত্রণায় ছটফট করছি অভাবের পুকুরে।
বুকের ভেতর হাইজাম্প দিচ্ছে হতাশা।
স্বপ্নরা সাপে ধরা ব্যাঙের মতো চালান হচ্ছে
অসহায়ত্বের পাকস্থলীতে।
পরাশ্রয়ী গাছের শিকড়ের মতো হৃদয় আঁকড়ে
রয়েছে একটা প্রাপ্তবয়স্ক বিষণ্ণতা ।
কখনো বা
সমস্যার ফাঁসজালে জড়িয়ে থাকা জীবন কে
মুক্ত করতে করতে আবারও আটকে পড়ছি
আরও এক ফাঁসজালে মাছে মতন আষ্টেপৃষ্ঠে।

তবুও তুমি যতবারই জিজ্ঞেস করেছ― কেমন আছি ?  
আমি গরম ভাত ফুঁ দিয়ে জুড়িয়ে নেওয়ার মতো
শান্ত ভাবে বলেছি― ভালো আছি ।

আসলে আমরা উপরে উপরে
ফুল ফোটা সরষে ক্ষেতের মতো ভালো আছি।
ভেতরে ভেতরে কবেই
পোড়া মোবিলের মতো হয়ে গেছি।

     ______ ●●●________


★ "বাংলা কবিতা স্মারক"★