ব্যস্ততারা চিরদিনই ব্যস্ত থাকে
অবসর তবু খুঁজে নিতে হয় ঠিক ।
মনের সব ক্লান্তিকে শান্তি দেয়
আজও একটা প্রাণবন্ত পিকনিক ।

প্রতিদিন চেনা রুটিন ভাল্লাগে কার ?
একটু তাই বেরিয়ে পড়া যে যার মতন ।
কোমর বাঁকিয়ে শুয়ে থাকা নদীর পারে
চড়ুইভাতির সুন্দর এই আয়োজন ।

খাওয়া-দাওয়া জমজমাটি আড্ডা-মজা
সাথে নানান পোজে সেলফি তোলার ধুম ।
আরামপ্রিয় রোদ আজও চিনিয়ে দেয়
এটাই আমেজ মেশানো শীতের মরশুম ।

ঢেউয়ের মতো বাঁধন ছাড়া আনন্দরা
হৃদয় বৃন্তে পাপড়ি মেলে সান্দ্র সুখ ।
সহযোগিতার হাত ধরে হাঁটে সহমর্মিতা
চাই― বারে বারে সমন্বয় এভাবেই ফিরুক ।

দিনের শেষে সূর্য ডোবে রাত্রি আসে
মন আকাশে উজ্জ্বল থাক স্মৃতির মানিক ।
আসলে নিজেকে খুঁড়ে নিজেকেই―
আবিষ্কার করার নামই হলও― পিকনিক ।
    
          ✍️১৭.১১.২০১৯