মাননীয় / মাননীয়া,
ভিক্ষুকের মতো চাহিদা সীমিত।
শুধু দু-বেলা দুটো সাদা ট্রেনের
ব্যবস্থা করে দিন।
পেটের প্ল্যাটফর্মে খিদেরা
যাত্রীর মতো অপেক্ষা করে ।
বসে থাকে ।
দায়িত্বহীন ব্যক্তির মতো
অনুগ্রহ করে আর দেরি নয়,
ওরা হয়তো বেছে নেবে বিক্ষোভ
ভাংচুর ।
✍️১২.০৫.২০২০