সময়ে অসময়ে
হাত বাড়ায় সহযোগিতার ।
কখনো বা
সব অগোছালো অসমতার বিরুদ্ধে
জানায় প্রতিবাদ ।
সঠিক পথে
সুন্দরের পথে
এগিয়ে নিয়ে যায় সে
তোমাকে । সমাজকে । সভ্যতাকে ।
অথচ অদ্ভূত বিষয়― তাকেই রাখা হয়
পিছন পকেটের চিরুনির মতন ।
ঘিঞ্জি অন্ধকারে ।