ক।

ব্যস্ততার বুক থেকে যখন ঝরে যায় কোলাহলের পালক।
প্ল্যাটফর্মের উপর রোজই রাত্রি কাটায় সভ্যতার চালক।।

খ।

জেলেরা তাদের জীবনের মানে,
খুঁজে নেয় জলের অভিধানে ।

গ।

শান্ত বিকেল ক্লান্ত নদী ; অভিমানে মুখ করেছে ভারী,
প্রতিদিনের মতোই দূরে কিছু মাছ তুলছে নৌকার সারি ।।  

ঘ।

উপরে নুন-মরিচে মেঘ; বৃষ্টি সৃষ্টির কারখানা,
ভিজতে চাইলে মেলতে পারো আজ তুমিও দু-ডানা।

ঙ।

ডানার নিচে ব্যস্ততা ঝিমায়; ক্লান্তি মুছে চোখ।
বিকেল মানেই পাশাপাশি বসা; জমাটি আড্ডা হোক।