জাত সাপের ভয়ে
ঘরের আনাচে-কানাচে নিরাপত্তার কার্বলিক
ছড়িয়ে রেখে, আর কতদিন নিজেকে
বন্দি করে রাখবে ভীরুতার কারাগারে ?
সাপেরা আজ সর্বত্র !
মাঠে - ঘাটে - রাস্তায় কিংবা গলির
বাঁকে বাঁকে ফণা তুলে বসে আছে ।
ছোবল মারছে- যুবক থেকে বৃদ্ধ,
যুবতী থেকে বৃদ্ধা, সকলকেই ।
কী লাভ বলো তো-
এ ভীরুতার কারাগারে আপন স্বার্থের
দু-টুকরো রুটিতে কামড় দিয়ে বেঁচে থেকে!
পারলে আজ সামিল হও
অন্যদের মতো তুমিও সামিল হও
সাপের বিষদাঁত ভাঙার অভিযানে ।
**********