ভোরের হাওয়ায় হাঁটছে
গত রাত্রির যৌনতার বাসি গন্ধ।
সূর্য উঠলেই গাছের পাতায় পাতায় ঝুলবে
রোদের আইকার্ড।
ঝরে পড়বে সবুজ ঘাসের উপর জমাট বাঁধা
শীৎকারের শব্দ স্তরও শিশিরের মতো নিস্তব্ধে।
শান্ত স্বাভাবিক ভাবেই
বয়ে যাবে জীবনপ্রবাহের ধারা ।
এ মাটিও ভুলে যাবে গত রাতের অন্তর্বাস ছেঁড়ার
তপ্ত বাহুবলী লড়াই। ভুলে যাবে―
ইলিশ রাঙা ইজ্জতের দর-দামের হিসেব।
কিংবা লাল চোখের ওমে
নম্র হৃদয় হরপ্পার ধ্বংসের কাহিনী।
শুধু পড়ে থাকবে গলির মোড়ে
আবারও কিছু বোবা আর্তনাদের ছাই।
আবারও কিছু কান্নার বীজ।
আবারও কিছু কুমারী জোনাকিদের
তলপেটে গভীর যন্ত্রণা নিয়ে
অভাবের সাথে পাঞ্জা লড়তে লড়তে
সন্ধ্যার প্রতীক্ষায় ঘুমিয়ে যাওয়ার জীবন্ত গল্প।
******