মাথার উপর হিমালয়
কোলের উপর কাঁদছে শিশু
চোখের সামনে রাগী রোদে
তেঁতে শুয়ে থাকা আরও অনেক মাইল পথ

যেতে হবে এগোতে হবে

পেটে গামছা বেঁধে  
ভবিষ্যতের দিকে মুখ করে
যন্ত্রণা নিয়ে ফোস্কা পড়া পায়ে হাঁটছে  
এক অন্য ভারতবর্ষ ।

✍️১৩.০৫.২০২০