বুকের কাপড় ছিন্নভিন্ন।  বড়রাস্তার পাশে
সন্তানহারা মায়ের মতো কাঁদছে সংস্কৃতি।

ডাল-পালা ছাঁটা গাছের মতো কোমরে কুঠারের
কোপ নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে গণতন্ত্র।

টগবগে ফুটন্ত জলে ডিমসেদ্ধর মতো
দ্বি-চারিতার জলে সেদ্ধ হচ্ছে মানবিকতা।

অথচ আমরা মজে আছি ―
হিংস্রতা তার গায়ে উন্নয়নের নামাবলী জড়িয়ে
যখন ছিটিয়ে দিচ্ছে সবার দিকে প্রতিশ্রুতির শান্তিজল;
তা মাথা পেতে নিতে।

কোনকিছু না ভেবে, সত্য-মিথ্যা যাচাই না করে।

             *******