ঝনঝন করে বেজে ওঠা কোলাহল নেই,
এখান থেকে ওখানে স্বতস্ফুর্ত ভাবে
ছুটে যাওয়া নেই,
ধুলো-ঘাম মাখা হাতের ছোঁয়ায়
ভালোবাসার গন্ধ মেখে নেওয়াও নেই,
নেই গঙ্গার ঘাটে এক ডুবে
যে বালকগুলো তুলে আনত অনাবিল খুশি
তা দেখার সুখ ...
ড্রয়ারের এক কোণায় অন্ধকারে
স্মৃতি আঁকড়ে পড়ে আছে অচল মুদ্রা ।

ঠিক যেন আমাদের বর্তমান পৃথিবী ।

✍️১৯.০৪.২০২০