যেখানে লোহার রড দু'পায়ের সংযোগ সুড়ঙ্গ  
ভেদ করে ক্ষুদ্রান্ত্র বের করে আনে হিংস্রতায়।
আমি তা দেখে অবাক হই না।  

যেখানে গুলিবিদ্ধ সন্তানের রক্ত মাখানো ভাত
তারই মা কে খেতে বাধ্য করানো হয় ।    
আমি তা দেখে অবাক হই না।

যেখানে বারুদ পোড়া হাত-পা; এমন কী
মুণ্ডু কাটা অবস্থায় উদ্ধার হয় শ্রমজীবীর দেহ।    
আমি তা দেখেও একটুও অবাক হই না।
  
       শুধু অবাক হই
সেখানকার চারিপাশের মানুষ গুলোকে দেখে !    
যারা এমন সব দৃশ্য দেখার পরও- দুটি চোখে
ভীরুতার ঘুঁটে লেপে আত্মকেন্দ্রিকতার রোদের
দিকে মুখ করে বসে থাকে । যারা ভুলে গেছে
আগুনের ফণায় লিখতে প্রতিবাদের ক্রোধ ।  


            **********