অনেক বছর আগে দাহ করা স্বপ্নচিতার ছাই
বিকেলের দমকা হাওয়ায় আজও যখন
চোখের উপর উড়ে এসে পড়ে,
শার্শির বুক ছুঁয়ে নামা বৃষ্টি ফোঁটার মতন
তখন কান্না নামে ..!
আমি অস্তমিত সূর্যের দিকে মুখ করে
দু'হাত মেলে হাটুমুড়ে বসি।
পুকুর পাড়ে হাঁসদের মতন চোখ বোজাই।
শুনতে পাই ―
বুকের বাঁদিকে প্যাঁচানো সিঁড়িটা বেয়ে
নেমে আসা একটা নূপুরের ধ্বনি।