অনেক কিছুই চাওয়ার আছে
তোমার কাছে― নতুন বছর।
বোমা-বারুদ-বুলেট নয়
শান্তিতে থাকুক গ্রাম ও শহর।

পথের পাশে যে মানুষটি
কাঁপে এখনো ভীষণ শীতে,
সে যেন পায় গরম পোশাক
আশ্রয় একটু ছাউনিতে ।

পালক ঝাড়ু বিক্রি করা
মেয়েটিকেও দিও দু-মুঠো ভাত,
সরিয়ে দিও বুকের ভেতর
জমাট বাঁধা হিংস্র রাত।

অনেক কিছুই চাওয়ার আছে
তোমার কাছে― নতুন বছর।
আর কোনও রক্তপাত নয়
সূর্য উঠুক মাথার উপর ।

সব ভেদাভেদ ঘুচিয়ে দাও
মুছিয়ে দাও ধর্মান্ধতা,
মাটির বুকে মাথা তুলে
ছড়িয়ে পড়ুক সমতা।

সব মানুষকে প্রেম দিও তুমি
স্বপ্ন রেখে বুকের পাশে ।
মানুষ যেন মানুষকেই
চিরদিন ভালোবাসে ।

যে সব মানুষ ঘরছাড়া আজ
সব হারিয়ে নিঃসঙ্গ প্রায়,
তারা সব্বাই ঘরে ফিরুক
বাঁচুক নিরাপত্তার আঙিনায়।

অনেক কিছুই চাওয়ার আছে
তোমার কাছে― নতুন বছর।
মাতৃহারা শিশুটিকেও
দিও তোমারই একটু আদর।

দুর্বৃত্তদের দন্ড দাও তুমি
উপড়ে নাও অন্যায়ের চোখ,
কণ্ঠে দাও প্রতিবাদের ভাষা
সাহস সবার সঙ্গী হোক।

সত্যের পথে হাঁটুক জীবন
মিথ্যে যাক দু'পায়ে মাড়িয়ে।
মানুষ যেন মানুষের বিপদে
সাহায্যের হাত দেয় বাড়িয়ে।

অনেক কিছুই চাওয়ার আছে
তোমার কাছে― নতুন বছর।
সব্বাই কে খুব ভালো রেখো
সুখ-শান্তি দিও মনের ভেতর।

এ পৃথিবী আজ সবার হোক
লুপ্ত হোক একনায়কতন্ত্র ,
মানবতার পায়রা উড়িয়ে
প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র।

***✍️০১/০১/২০১৯***