কেটে ফেলা গাছের গুঁড়ির মতো
টুকরো টুকরো হয়ে পড়ে আছে মূল্যবোধ ।
ভাঙা বোতলের মতো
সাহসী হয়ে উঠছে নগ্নতা ।
সময়ের বুকে
আবেগের লাফ দড়িতে
লাফাচ্ছে কাঁচা কামনা ।
শিরায় শিরায় বইছে
নিয়ন্ত্রণহীন, লেবেলহীন,
রঙিন সফেনের উষ্ণ উচ্ছ্বাস ।
ঘুম ফেরারি চোখ দেখছে
জমাট বাঁধা নারিকেল তেলের শিশিতে
ঝাঁটার কাঁঠি ঢোকানোর দৃশ্য ।
তলিয়ে যাচ্ছে একটু একটু করে
অবক্ষয়ের অতলে জীবন।