বুকের ভেতর তুই সুখের মানিক
চির নতুন এক সূর্যোদয়ের দেশ,
তোর চোখই দেখি আমি নতুন স্বপ্ন
তোর চোখেই হোক আলোর উন্মেষ ।
তোর জন্যে আমি আকাশ সাজাই
উড়াই রঙিন ভালোবাসার ফানুস,
হৃদয় জমিনে বুনেছি আশার বীজ
যেন হোস মানুষের মতো মানুষ ।
সত্যের পথে থাকবি চিরদিন জানি
আসুক যতই ঝড়-ঝঞ্ঝা বিপদ,
আদর স্নেহে ধীরে ধীরে বেড়ে ওঠা
তুই যে আমার প্রাণের সম্পদ ।
বুক দিয়ে আগলে রাখি তোকে
সুখ দিয়ে আজও রাঙাই বসন্ত,
আমার বাগানের শ্রেষ্ঠ ফুল যে তুই
তুই যে আমার বেঁচে থাকার আনন্দ ।