মরা মাছের সাদা পেটের উপর বসে
যে মাছিরা ভেসে যায় ...তাদের কাছে
শোকের নয়, পাবে শোষণের সংজ্ঞা।

সদ্য রাতে নির্জন রাস্তায় যে কুকুরগুলো
ঘুরে বেড়ায় দল বেঁধে ...তাদের কাছে
বিশ্বাসের নয়, পাবে বিশ্বাসঘাতকতার রূপ ।

কিংবা  
যে কাকেরা কোকিলের দলে মিশতে চেয়ে
চুক্তিপত্রে করেছে স্বাক্ষর... তাদের কাছে
সমন্বয়ের নয়, পাবে ষড়যন্ত্রের নকশা ।

এ পৃথিবী আজ মুখোশের মেলা!  
স্বার্থবাদের ডুগডুগি বাজিয়ে
চলছে ভাওতাবাজির চরকি খেলা ।