চোখের কোণে নীরব নদী। বুকে অবাধ্য ঝড়।
সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার মতো
পৃথিবীতে নেই কোনও শব্দ নেই কোনও অক্ষর।
এই তো ছিল চোখের সামনে। এই তো হাসি মুখ।
মাত্র আট বছরেই থামলো ফুলের মতো জীবন
কেড়ে নিয়ে গেল অপ্রত্যাশিত মৃত্যু সব স্বপ্ন, সুখ।
চোখের উপর স্মৃতি ভাসে। কানে ভাসে তার কথা।
এ পাড়াতে আজ বসন্ত হারিয়েছে তার রং
শূন্য পথে উড়ছে শুধুই শোকের শুকনো পাতা।
মানা যায় না। তবুও মানার কাছে বসি হাঁটু মুড়ে!
ইতির কাছে হেরেছে আঁকড়ে থাকার প্রীতি
মৃত্যুর পর সবার মতো সেও তারা হয়েছে দূরে।
বিষণ্নতার বাষ্প প্রাণে। মনে ভাসে তার নাম।
প্রদীপের মুখে একটুকরো আগুনের মতো
এই বেঁচে থাকা। জীবন আসলে মৃত্যুরই গোলাম।