শরীর একটা কারাগার।

মেয়াদ ফুরিয়ে গেলে
বন্দি প্রাণ মুক্তির হাত ধরে
পাড়ি দেয় মৃত্যুর দেশে।

যে দেশে যন্ত্রণা নামক কোনো শব্দ নেই।