মৃত শরীর আসলে একটা আয়না।

আমরা অশ্রু সিক্ত চোখে যতই তাকাই
দেখতে পাই―
তার সাথে কাটানো আমাদের মুহূর্তগুলোকে।