চোখের উপর স্মৃতির ফানুস
বুকে ভেতর ব্যথার ঝড়,
সব মানুষই মৃত্যুর পর
হয়ে যায় ঈশ্বর ।
এই তো সে সামনে ছিল
হাসছিল বলছিল কথা,
হঠাৎ করেই বুজল চোখ
গ্রাস করল নীরবতা ।
অশ্রু দিয়ে তারই পুজো
দুঃখের প্ৰদীপ জ্বালে প্রাণ,
সব যাওয়া তো ফেরার নয়
থেকে যায় কিছু শূন্যস্থান ।
ভালোবাসায় মিশে থাকুক
অনুভবে জুড়ে থাকুক সে,
রেখে যাওয়া কর্মগুলোই
ছড়িয়ে যাক আকাশে-বাতাসে ।
বিদায় বললে বিচ্ছেদ জাগে
বেদনায় ভাঙে পাঁজর,
সব মানুষই মৃত্যুর পর
আসলে হয়ে যায় ঈশ্বর ।
#১১.০২.২০২০