তোমার হৃদয় পুকুরে আজও যখন
রুই মাছের মতো টোপ টানে অভিমান,
আমি ঘাটের চানের উপর বসা
কাঁকড়াটার মতো সোফায় বসে
বুদবুদ তুলি মন ভোলানো শব্দের ।
তুমি ঝিনুকের মতো তবুও
কিছুতেই মুখ খোলো না, অনেকক্ষণ।
কানেও দাও না এক টুকরো কথার ফালি ।
আপন মনে নীরবতার চাতালে লালন করো
ছোটো ছোটো রাগের শাবক ।
তবে তোমার মুখের উপর
এক চিলতে আলোর মতন যতবার পড়েছে
এ আড় চোখ; ঠিক ততবারই
তোমার ঠোঁটের মোরগঝুঁটি রঙ
জাগিয়ে দিয়েছে গাঢ় প্রেম ।।