আজ অবজ্ঞা অবহেলার আবর্জনায়
ঢাকা নৈতিকতার শরীর । অহংবোধের
উঠোনে রোদ পোহাচ্ছে বিভাজন ।
ব্যক্তিকেন্দ্রিকতার বাতাসে
তালপাতার ঘূর্ণির মতো ঘুরছে দ্বিচারিতা ।
ও বাড়ি থেকে ভেসে আসছে
নিদারুণ এক কান্না !
নাহ ! পিচ্ছিল বস্তুর মতো স্পর্শ করছে না তা ।
পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পা মুড়ে পড়ে আছে
অসুস্থ একটি লোক !
নাহ ! কোন কিছুতে আঘাত পাওয়ার মতো
মনে জাগছে না কোন ব্যথাবোধ ।
জাগছে না-
কোনও মহানুভবতা একঠোঙা মুড়ি চাওয়া
ক্ষুধার্ত ছেলেটিরও প্রতি।
হৃদয় এখন মরা ধানশীষের মতো
নেই একদানা সহানুভূতি ।