একলা ঘর সঙ্গী শুধুই চায়ের কাপ
ব্যালকনিতে বিকেল
ডানার নিচে মুখ গুঁজেছে মনখারাপ

আরও কিছুদিন বাড়লো লকডাউন
পাশ হবো কি ফেল
মেনেছি ঠিক কতখানি নিয়ম-কানুন

কথাছিল দেখা হবে তোমার সাথে
বন্ধ যান বন্ধ রেল
ইচ্ছেরা তাই গুনছে প্রহর অপেক্ষাতে

বাজল ফোন একটা দুটো কথাও হলও
একলা কলিংবেল
ডেকে বলছে না আর দুয়ার খোলো

উপায় কী আর একলা আছি চুপচাপ
স্মৃতির সাথে জেল
ডানার নিচে মুখ গুঁজেছে মনখারাপ ।

✍️১৫.০৪.২০২০