যদি হারিয়ে যাই অনেক দূরে হঠাৎ
যদি আর কখনো না হয় সামনা-সামনি সাক্ষাৎ
তোমার মনে পড়বে?
যদি হঠাৎ ঝড় ওঠে অন্ধকার আসে
যদি খড়কুটোর মতো যাই অজানায় ভেসে
তোমার মনে পড়বে ?
যদি আমাদের আর না হয় কথা
বিচ্ছেদের বাতাস এসে বাড়িয়ে দেয় ব্যথা
তোমার মনে পড়বে?
যদি আর কখনো দুস্টুমি না করি
যদি আর কখনো জড়িয়ে না ধরি
তোমার মনে পড়বে?
তবে মনে যদি নাও পড়ে তোমার
আমার ঠিক পড়বে মনে,
কারণ তুমিই তো এসেছিলে―
প্রথম আমার জীবনে।