চারিপাশ এখন শাসন করছে শীত !
শরীর ঢেকেছি তাই চাদরে।
আমিও তো চেয়েছিলাম উষ্ণ হতে
শুধু তোর একটু আদরে ।
এখন তুই নিজের মত অনেক দূরে,
থাকিস কোনও এক শহরে ।
কেন কে জানে ! তোকেই মনে পড়ে
আমার একলা থাকার প্রহরে।
ভালোবাসতে চেয়েছিলাম। এখনো বাসি।
শুধু পড়ে না তোর নজরে।
কেমন করে বুঝবি বল। কষ্টগুলো―
কেমন ঘর বানায় বুকের পাঁজরে।
যাক গে ! আমিও এই বেশ আছি। তবে―
স্বপ্নরা তলিয়েছে অতল গহ্বরে।
সব চাওয়া কি আর পাওয়া হয় বল ?
সব নদী কি আর মিশে সাগরে ?
তবু মাঝে- সাঝে বড্ড অভিমান হয়;
দীর্ঘশ্বাস ফেলি অন্তরে !
মন চেয়েছিল তোরই প্রেমিক হতে
অথচ তুই রাখলি বন্ধু করে।
******