তুমি পারলে
এক মুঠো গুঁড়ো কাঁচ দিও
আমি আজ তা হাতের মুঠোয় ভরে
এগিয়ে যাবো ঐ বিষাক্ত বর্বরতার দিকে...

তুমি পারলে
এক ব্যারেল খাঁটি পেট্রোল দিও
আমি আজ তা পেটের পিপে ভরে
এগিয়ে যাবো ঐ লোলুপ পুঁজিবাদের দিকে...

তুমি পারলে
এক মুঠো লাল আগুন দিও
আমি আজ তা কণ্ঠে পুষে রেখে
এগিয়ে যাবো ঐ আগ্রাসী স্বৈরতন্ত্রের দিকে...

তুমি পারলে
এক মুঠো শুষ্ক বারুদও দিও
আমি আজ তা সারা গায়ে মেখে
এগিয়ে যাবো ঐ বুনো ধর্মান্ধতার দিকে...

আমি যে আজ
একটা ক্ষিপ্র মিসাইল হতে চাই
নিজেরই বিস্ফোরণের সাথে সাথে
উড়িয়ে দিতে চাই সাম্রাজ্যবাদের ঘাঁটি।


      ***************