মেয়েটির বয়স ছয় ।
পরনে ফ্রক। পায়ে জুতো ।
কাঁধে স্কুল ব্যাগ । প্রথম শ্রেণী ।
হয়তো হতে পারত একদিন ডাক্তার-উকিল-নার্স ।
কিংবা হতে পারত বিপদগ্রস্ত মানুষের আশ্রয় ।
মেয়েটির বয়স ছয় ।
আঁকতে পারত । গাইতে পারত ।
দৌঁড়তে পারত । মাথার দু-পাশে বেণী ।
হয়তো হতে পারত চিত্রশিল্পী-অ্যাথলেটিকস-গায়িকা।
কিংবা করতে পারত এক লহমায় বিশ্বজয় ।
মেয়েটির বয়স ছয় ।
আবৃত্তি পারত । ব্যায়াম পারত ।
পড়াশোনায় ভালো । খেলার সাথী মেনি ।
হয়তো হতে পারত একদিন মানুষের মতো মানুষ ।
কিংবা আনতে পারত স্বপ্নপূরণের সূর্যোদয় ।
মেয়েটির বয়স মাত্র ছয় ।
হায়! রে আমার দেশ ! আজ সে মৃত ।
আজ সে ধর্ষিত । খুবলে খেয়েছে জন্তুরা যোনি ।
জেগে ওঠো নিরাপত্তা, শক্ত হোক আইন ব্যবস্থা ।
এ যে মনুষ্যত্বের অবক্ষয় । এ যে দারুণ দুঃসময় ।