সম্প্রীতির শিরদাঁড়া ষাঁড়ের মতো গুঁতিয়ে
ভাঙছে ধর্মান্ধতার শিং । বর্বরতার বঁটিতে
কাটা হয়ে দুর্নীতির দাঁড়ি-পাল্লায় ওজন হচ্ছে
মৃত মানবিকতার ইলিশ ।
চাপ চাপ রক্ত আজ শহর ছাড়িয়ে
মফস্বলেও প্রতিটি বাড়ির উঠনে
পৌঁছে যাচ্ছে যেন- দাসত্বের চিঠি হয়ে।
ভেসে আসছে সুদূর থেকে -
জ্বালিয়ে দাও! পুড়িয়ে দাও
বোমা-বারুদে উড়িয়ে দাও ঐক্যবদ্ধতার ঘাঁটি।
সাম্প্রদায়িকতারই ইট গেঁথে গেঁথে
তুলে দাও বিভেদপাঁচিল ।
তবুও যখন আকাশে কালো মেঘের
কাটা তলপেট থেকে উঁকি দেয় শিশু চাঁদ,
একটু একটু করে পাপড়ি মেলে রজনীগন্ধা ।
গন্ধ ছড়ায় বেঁচে থাকার। গন্ধ ছড়ায় নব ভোরের।
*****a*****