ও আজ একা ।
―মারো ! হাতির শুঁড়ের মতো
দু'হাতে তুলে মাটিতে আছড়ে মারো ।

ওর পথ ওর পোশাক ভিন্ন ।
―মারো !  লোকালয়ে ঢুকে পড়া
বাঘের মতো ছুটিয়ে ছুটিয়ে মারো ।

ওর সাথে মিলে না তত্ত্ব-দর্শন ।
―মারো! জবাই করা মুরগির মতো
গলা পেঁচিয়ে পেঁচিয়ে মারো ।

না ! ওকে বাঁচানোর কেউ নেই এখন ।
দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে
অসহায় ভারতবর্ষ ।

মাটিতে পড়ে আছে রক্তাক্ত নিথর
একটা মাথা থেঁতলানো সংস্কৃতি ।

✍️২২.০৪.২০২০